বিপুল সংখ্যক কর্মী ছাঁটায়ের পথে বিএসএনএল!
নজরবন্দি ব্যুরোঃ বিএসএনএল এ বেতন অনিয়মিত ফলে কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। আগস্ট মাসের বেতন না পেয়ে ৮০ হাজার কর্মী আন্দোলনে নেমেছেন। আর এরই মধ্যে ছাঁটাই শুরু করেছে বিএসএনএল। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কাজ করলে আমাদের কথা মতো করুন না হলে ছেড়ে দিন কাজ। কর্তৃপক্ষের মতে, সংস্থাকে বাঁচাতে হলে অর্থ সঞ্চয় করতে হবে।
জানা গেছে বিএসএনএলের আয়ের ৭৫ শতাংশ চলে যায় কর্মীদের বেতনে। ফলে উন্নয়নের জন্য কিছুই পরে থাকে না। তাই ৫০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়াও ধীরে ধীরে শুরু হয়েছে। একদিকে চুক্তিভিত্তিক শ্রমিকরা ফেব্রুয়ারি থেকে বেতন পাচ্ছেন না। নিয়মিতদের আগস্ট মাসের বেতন হয়নি। কর্মী ইউনিয়ন বারবার বলেও কর্তৃপক্ষকে টলাতে পারেনি।
Loading...
কোন মন্তব্য নেই