কাশ্মীরকে অশান্ত করতে মাসুদ আজহারকে গোপনে ছাড়ল পাকিস্তান! খবর আইবি সুত্রে।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় গোয়েন্দা সূত্র মোতাবেক মাসুদ আজহারকে পাকিস্তানের তরফে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-র কাছ থেকে এমনই তথ্য পেয়েছে ভারতীয় সেনা। তাকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে। কারণ আর কিছু দিন পরেই শুরু হচ্ছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। সেখান পাকিস্তান প্রমান করতে চাই যে কাশ্মীর অশান্ত। পাকিস্তান বিভিন্ন চাপে অনেককেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য আটকে রেখেছিল পাকিস্তান। তবে সেটা যে একেবারেই লোক দেখানো তা স্পষ্ট হয়ে গেল।
আইবি-র সূত্র অনুসারে পাকিস্তানের বাহায়ালপুরে জইশের সদর দফতরে রয়েছেন মাসুদ আজহার। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে বাইরে খুব একটা বার হচ্ছেন না। সদর দফতর থেকেই তিনি কাজ পরিচালনা করছেন। খুব তাড়াতাড়ি ভারতের উপর হামলার ছক রয়েছে তার। তবে আইবি-র থেকে এই তথ্য পেয়ে ভারতীয় সেনাবাহিনীও ভীষণ সতর্ক। নৌসেনার অ্যাডমিরাল করমবীর সিংহ জানিয়েছেন সমুদ্রের দিক থেকে যাতে কোনও হামলা না ঘটে তার জন্য কড়া প্রহরায় রয়েছে নৌসেনা। অন্য সেনারও তৈরি যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে।
আইবি-র সূত্র অনুসারে পাকিস্তানের বাহায়ালপুরে জইশের সদর দফতরে রয়েছেন মাসুদ আজহার। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে বাইরে খুব একটা বার হচ্ছেন না। সদর দফতর থেকেই তিনি কাজ পরিচালনা করছেন। খুব তাড়াতাড়ি ভারতের উপর হামলার ছক রয়েছে তার। তবে আইবি-র থেকে এই তথ্য পেয়ে ভারতীয় সেনাবাহিনীও ভীষণ সতর্ক। নৌসেনার অ্যাডমিরাল করমবীর সিংহ জানিয়েছেন সমুদ্রের দিক থেকে যাতে কোনও হামলা না ঘটে তার জন্য কড়া প্রহরায় রয়েছে নৌসেনা। অন্য সেনারও তৈরি যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে।
Loading...
কোন মন্তব্য নেই