Header Ads

অসমে প্রকাশিত চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি, বাদ বহু, এবার কি বাংলার পালা?

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে শনিবার সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হল প্রকাশিত হল জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। অসমজুড়ে ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। ফলে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ বাকিরাও রয়েছেন আতঙ্কে। জনরোষ টের পেয়ে অসমের শাসক দল বিজেপি নেতারা এখন এনআরসি-র সমালোচনায় সরব।
তাঁদের অভিযোগ, বহু বৈধ ভারতীয়র নাম বাদ গিয়েছে এনআরসি তালিকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনআরসি-ছুটদের বেশিরভাগই বাঙালি। গোর্খাও রয়েছেন বেশ কিছু।এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে স্পষ্ট বাদ পড়াদের বেশিরভাগই হিন্দু বাঙালি। আর এতেই ক্ষিপ্ত শাসক দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন “এনআরসি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.