ইসরো অভিযানকে কুর্নিশ জানাল নাসা। এক সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ।
নজরবন্দি ব্যুরোঃ ইসরো চন্দ্রাভিযানকে কুর্নিশ জানাল নাসা। নাসা টুইট করে জানায়, মহাকাশের মতো চ্যালেঞ্জিং কাজে ইসরো যে প্রচেষ্টা করেছে তা সাফল্যের দাবি রাখে। চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামানোর চেষ্টার প্রশংসা করছি। ইসরো এই কাজে আমাদের উত্সাহিত করেছে। ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।
নাসার এই বার্তায় ইসরো খুশি। ইসরোর তরফে ধন্যবাদ জানানো হয়েছে নাসাকে। উল্লেখ্য, গত ২ সেপ্টম্বর চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে সফলভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয় ল্যান্ডার বিক্রমের। তা পর থেকেই শুরু হয়েছিল দাঁদের দক্ষিণ মেরুতে নামার চ্যালেঞ্জিং প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলেও চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর।
নাসার এই বার্তায় ইসরো খুশি। ইসরোর তরফে ধন্যবাদ জানানো হয়েছে নাসাকে। উল্লেখ্য, গত ২ সেপ্টম্বর চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে সফলভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয় ল্যান্ডার বিক্রমের। তা পর থেকেই শুরু হয়েছিল দাঁদের দক্ষিণ মেরুতে নামার চ্যালেঞ্জিং প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলেও চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর।
Loading...
কোন মন্তব্য নেই