Header Ads

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ধোনিকে নিয়ে কি বললেন বিরাট?

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পর এই প্রথম খেলতে নামছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ খেলবে ফ্লোরিডায় ৷ তার আগে অধিনায়ক বিরাট কোহেলি সাংবাদিক সম্মেলনে বললেন বিশ্বকাপের হারের কষ্ট ছিল খুব বেশি। তবে সব পিছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে আমাদের। কারণ আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তার প্রস্তুতিতে ঝাঁপাতে হবে আমাদের।
 তিনি আরও বলেন বিশ্বকাপে হারের প্রথম সপ্তাহ তা খুব কঠিন ছিল আমাদের কাছে, তবে ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। এই সফরে নেই ধোনি। তাঁকে ছারায় খলবে ভারত। সে বিষয়ে বলতে গিয়ে বিরাট বলেন ধোনি ছাড়াই চলতে হবে দলকে ৷ ধোনির অভিজ্ঞতা ও উপস্থিতি টিমে এক আলাদা ভারসাম্য তৈরি করে তবে ৷ ঋষভ পন্থকেও আগামী দিনে প্রস্তুচ হতে হবে ৷

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.