তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত মেসি!
নজরবন্দি ব্যুরোঃ কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধ সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
তারপর তিনি বলেন আমি সমালোচনা করেছিলাম বলে এই লাল কার্ড দেখান হল। কি বলেছিলেন মেসি? আসলে কোপা তে ব্রাজিলের কাছে সেমি ফাইনালে হারে আর্জেন্টিনা তার পর মেসি বলেন ব্রাজিলকে জেতাতেই কলকাঠি নেড়েছে কর্তৃপক্ষ। এই কথার জন্য বিশ্বব্যাপী ফুটবল দুনিয়াই তোলপাড় হয়েছিল। তখনি মোটামুটি সবাই বুঝেছিল শাস্তি পেতে চলেছেন এল এম টেন।
এই অভিযোগের পক্ষেই শুক্রবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে তিন মাসের জন্য নির্বাসিত করল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমবেল। তার সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে । এই শাস্তির ফলে আগামী সেপ্টেম্বর মাসে চিলি এবং মেক্সিকোর বিরুদ্ধে এবং অক্টোবরে জার্মানির বিরুদ্ধেও খেলতে পারবেন না মেসি।
কোন মন্তব্য নেই