Header Ads

এবার অনাস্থা ইংরেজবাজার পুরসভায়।গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল।

নজরবন্দি ব্যুরোঃ এবার অনাস্থা ইংরেজবাজার পুরসভায়। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভায় অনাস্থা প্রস্তাব আনলেন দলের কাউন্সিলররাই। পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে দলের ১৫ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পুরসভার মোট ২৯টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ২৪টি ওয়ার্ড। তার মধ্যে ১৫ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কাউন্সিলররা। মাসখানেক আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বর্তমান পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের সঙ্গে প্রাক্তন পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর হাতাহাতি হয়। উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার পুরসভা চত্বরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.