নারদা কাণ্ডে ১১ জন বিধায়ক ও সাংসদকে সমন পাঠাল সিবিআই।
নজরবন্দি ব্যুরোঃ নারদা কাণ্ডে এবার ১১ জন বিধায়ক ও সাংসদকে সমন পাঠাল সিবিআই। এদের সকলকে আগামী সপ্তহের মধ্যে ডেকে পাঠিয়েছে সিবিআই। এবং তাঁদের সকলকে আলাদা আলাদা ভাবে জেরা কড়া হবে বলে জানা গিয়েছে। এমন কি প্রয়োজনে ম্যাথু স্যামুয়েলের সামনে বসিয়েও জেরা করা হতে পারে ।গত ২৭ অগাস্ট মুখোমুখি বসিয়ে জেরা করা হয় ম্যাথু স্যামুয়েল, কেডি সিং ও দিল্লির ব্যবসায়ীকে।
সেই জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ম্যাথু দাবি করেন, অভিষেকের ওপর স্টিং অপারেশন করার কথা বলেছিলেন কেডি সিং। সেই জন্য তিনি তাঁর কাছ থেকে টাকাও পেয়েছিলেন। তবে ঐ তালিকায় কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়দের নাম থাকলেও উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুকুল রায়ের। তবে কেন এবং কি কারণে তাঁর নাম বাদ পড়েছে তা অবশ্য এখন জানা যায়নি।
সেই জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ম্যাথু দাবি করেন, অভিষেকের ওপর স্টিং অপারেশন করার কথা বলেছিলেন কেডি সিং। সেই জন্য তিনি তাঁর কাছ থেকে টাকাও পেয়েছিলেন। তবে ঐ তালিকায় কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়দের নাম থাকলেও উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুকুল রায়ের। তবে কেন এবং কি কারণে তাঁর নাম বাদ পড়েছে তা অবশ্য এখন জানা যায়নি।

No comments