TGT স্কেল; হাইকোর্টের নির্দেশ উপেক্ষা সরকারের! চলতি মাসেই বৃহত্তর আন্দোলনে নামছে BGTA
নজরবন্দি ব্যুরোঃ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এ্যাসোসিয়েশনের (বিজিটিএ) করা মামলায় গত ২২শে জুলাই'২০১৯ মহামান্য হাইকোর্টের মাননীয়া বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের রায় অনুযায়ী কথা ছিল ১৬ই আগস্টের মধ্যে সরকার রাজ্যের জুনিয়র হাই,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত গ্র্যাজুয়েট ক্যাটেগরির শিক্ষকদের 'TGT' স্কেলে বেতন নিয়ে পদক্ষেপ নেবে। কিন্তু অদ্যাবধি এ সংক্রান্ত কোন সরকারি জি.ও বা আদেশনামা প্রকাশিত না হওয়ায় সারা রাজ্যের গ্র্যাজুয়েট ক্যাটেগরির শিক্ষকদের নিয়ে কলকাতায়
একটি মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক অনুমতির জন্য হন্যে হয়ে শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এ্যাসোসিয়েশন(বিজিটিএ)।হাইকোর্টের পরামর্শ অনুযায়ী সংগঠনের নেতৃত্বের সঙ্গে মাননীয় জয়েন্ট কমিশনার অফ পুলিশ এদিন (১৬/০৮/২০১৯) লালবাজার পুলিশ হেডকোয়ার্টাসে আলোচনায় বসেন।কিন্তু সংগঠনের পক্ষ থেকে ১৯ শে আগস্ট কলকাতায় রাণি রাসমনিতে সমাবেশের জন্য পুলিশ পারমিশন চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা ২৬ শে আগস্টের আগে কোন অনুমুতি দিতে পারবে না।
বিজিটিয়ান লেখক ও সমাজকর্মী সাবির চাঁদ প্রমুখ সংগঠনের সদস্যদের দাবি, “সরকার তাদের এই স্বতঃস্ফূর্ত গনআন্দোলনের ক্ষমতা সম্পর্কে সজাগ হয়েছে তাই ১৯ শে আগস্ট তাদের পারমিশন দেওয়া হয়নি। শিক্ষকদের এই দুর্বার আন্দোলন থামবেনা, সবাই কে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই বেতন বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে;ইতিমধ্যে জেলায় জেলায় শিক্ষক আন্দোলনের ঢেউ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।”
অপরদিকে BGTA এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন “১৯ শে আগস্ট মিটিং প্রশাসনিক জটিলতার কারনে বাতিল করা হয়েছে। তবে এই মাসে মিটিং হচ্ছে এবং সঠিক তারিখ ২৩/২৪ শে আগস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে।” অর্থাৎ টিজিটি পে স্কেল সংক্রান্ত মহামান্য হাইকোর্টের রায়কে কার্যকর করতে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার রাজপথে সর্বশক্তি নিয়ে নামছে BGTA।
একটি মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক অনুমতির জন্য হন্যে হয়ে শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এ্যাসোসিয়েশন(বিজিটিএ)।হাইকোর্টের পরামর্শ অনুযায়ী সংগঠনের নেতৃত্বের সঙ্গে মাননীয় জয়েন্ট কমিশনার অফ পুলিশ এদিন (১৬/০৮/২০১৯) লালবাজার পুলিশ হেডকোয়ার্টাসে আলোচনায় বসেন।কিন্তু সংগঠনের পক্ষ থেকে ১৯ শে আগস্ট কলকাতায় রাণি রাসমনিতে সমাবেশের জন্য পুলিশ পারমিশন চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা ২৬ শে আগস্টের আগে কোন অনুমুতি দিতে পারবে না।

No comments