Header Ads

৩৭০ লোপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের বৈঠকের পরেই হুঙ্কার ছাড়লেন ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবারুদ্দিন।

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং তাকে দু'ভাগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছিল পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যে গোপন বৈঠক চেয়ে নিরাপত্তা পরিষদে যায় চিনও। অবশেষে স্থির হয় শুক্রবার রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ে বৈঠক হবে। কিন্তু সেখানে থাকবেনা ভারত ও পাকিস্তানের কোন প্রতিনিধি। সেই মতো আজ বৈঠক হয় কিন্তু রাষ্ট্রপুঞ্জের তরফে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এখনও কোনও এখনও কোনও বিবৃতি না দেওয়া হলেও রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা রাষ্ট্রদূত সৈয়দ আকবারুদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়ে দেন ''এটি ভারতের আভ্যন্তরীন পরিবর্তন।
আমরা ধাপে ধাপে জম্মু কাশ্মীরের নিরাপত্তার কড়াকড়ি শিথিল করছি। ভারত সরকার জম্মু কাশ্মীরে আর্থসামাজিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর”। ওপর দিকে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলানস্কি বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বলেন পুর বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন “আমরা চাই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকুক। স্থিতাবস্থা ফিরে আসুক”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.