গাফিলতি ছবিটা এখনও পাল্টায়নি।সাঁতার শিখতে নেমে কলেজ স্কোয়্যারে তলিয়ে গেল এক কিশোর।
নজরবন্দি ব্যুরোঃ গাফিলতি ছবিটা এখনও পাল্টায়নি। তাই তো আবার রবিবার সকালে সাঁতার শিখতে নেমে কলেজ স্কোয়্যারে তলিয়ে গেল এক কিশোর। খানা তল্লাশির পর দেহ উদ্ধার করেন কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরিরা। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর মৃত কিশোর মহম্মদ শাহবাজ অল্প দিনই সাঁতার শিখতে আসছিল। ফলে খুব ভাল সাঁতার জানত না সে।
রবিবার সকালেও নিময়মতো সাঁতার শিখতে আসে সে। কিন্তু কম গভীর পুলটিতে না নেমে, ভুলকরে গভীর পুলটিতে নেমে পড়ে সে। তার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়। তাকে ভেসে উঠতে না দেখে স্থানীয় আমহার্স্ট স্ট্রিট থানায় খবর দেয় কলেজ স্কোয়্যার কর্তৃপক্ষ। মুহূর্তের মধ্যে সেখানে আসে পুলিশ। উল্লেখ্য ২০১৭ তে এভাবেই তলিয়ে যায় জাতীয় স্তরের সাঁতারু। তারপর অনেক কিছু কথা হয়েছে অনেক সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছিলো কিন্তু এই মৃত্যু প্রমান করলো সবটাই ছিল ফাঁকা আওয়াজ। ছবিটা কিন্তু একই রকম আছে।
কোন মন্তব্য নেই