বামফ্রন্টকে আবার একসাথে পথ চলার বার্তা দিলেন অধীর।
নজরবন্দি ব্যুরোঃ বারাকপুরে সুকান্ত সদনে প্রয়াত সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণসভায় উপস্থিত ছিলেন লোকসভায় কংগ্রেস দলের নেতা তথা বাংলার সাংসদ অধীর চৌধুরী। সেখান ভাষণ দিতে গিয়ে রাজ্যে ও দেশে একযোগে পথে নামার জন্য আমন্ত্রণ জানালেন বামফ্রন্টকে। তিনি তার বক্তব্যে খানিক সিপিএমের সমালোচনা করে বলন পলিটব্যুরো বা কেন্দ্রীয় কমিটিতে সময় নষ্ট না করে চলুন একসঙ্গে পথে নামি। তিনি তার বার্তায় আরও বলেন রাজ্যে আমাদের যেটুকু শাক্তি আছে তানিয়েই আমারা মানুষের কাছে গিয়ে বলতে চাই আমরাই মানুষের প্রকৃত ভালো চাই। মানুষের কাছে আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই।
বাংলার মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ব্যর্থ হচ্ছি, কারণ আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারছি না মানুষের কাছে। তাই বামেদের উচিত জটিল কর্মপদ্ধতি থেকে বেরিয়ে এসে মানুষের কাছে যাওয়া। আমার থাকব আপনাদের সাথে। দীর্ঘ দিন ধরে অধীর বাবু চান রাজ্যে দুটি দল কোমর বেঁধে একসাথে লড়ুক। লোকসভা ভোটের আগেও তিনি বামফ্রন্টের সাথে জোট করতে চেয়েছিলেন। কিন্তু তখন বিভিন্ন কারণে হয়ে উঠেনি। ভোটের ফল বেরনোর পর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন জোট হলে কং বা বামফ্রন্টের এই রকম খারাপ ফল হত না।
বাংলার মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ব্যর্থ হচ্ছি, কারণ আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারছি না মানুষের কাছে। তাই বামেদের উচিত জটিল কর্মপদ্ধতি থেকে বেরিয়ে এসে মানুষের কাছে যাওয়া। আমার থাকব আপনাদের সাথে। দীর্ঘ দিন ধরে অধীর বাবু চান রাজ্যে দুটি দল কোমর বেঁধে একসাথে লড়ুক। লোকসভা ভোটের আগেও তিনি বামফ্রন্টের সাথে জোট করতে চেয়েছিলেন। কিন্তু তখন বিভিন্ন কারণে হয়ে উঠেনি। ভোটের ফল বেরনোর পর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন জোট হলে কং বা বামফ্রন্টের এই রকম খারাপ ফল হত না।
কোন মন্তব্য নেই