Header Ads

কোচ নির্বাচন নিয়ে বিরাটের মন্তব্যকে সমর্থন মহারাজের।

নজরবন্দি ব্যুরোঃ ক্যারিবিয়ান সফরের পর কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। তাই বিসিসিআই নতুন কোচ নির্বাচন করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন অনেকেই আবেদন ও করেছেন। কোচ নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু ক্যারিবিয়ান সফরে উড়ে যাবার আগে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে বিরাট বুঝিয়ে দেন কোচ হিসেবে তাঁর পছন্দ রবি শাস্ত্রিকেই। কিন্তু এবার বোর্ড যে নিয়ম করেছে তাতে কোচ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়কের কোন মতামত নেওয়া হবে না। তাই বিরাট বলেছিলেন “রবি ভাইয়ের সঙ্গে দারুণ কাজ করেছি।
দল হিসেবে দারুণ খেলেছি। উনিই কোচ থাকলে খুশি হব। কিন্তু যেমনটা শুরুতেই বললাম কোচ বাছার কাজ করছে কমিটি। আমার মতামত দরকার কি না, সেটা ওদের উপরে নির্ভর করছে। এখনও পর্যন্ত এব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আগামীতে কী হবে বলতে পারছি না”। এবার বিরাটের এই মন্তব্বের পাশে দাঁড়ালেন সৌরভ। গত কাল এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাদা বলেন “ বিরাট ভারতীয় দলের অধিনায়ক। কোচ বাছাইয়ের ক্ষেত্রে ও পরামর্শ দিতেই পারে। ও অধিনায়ক ওর বলার অধিকার রয়েছে”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.