ফের শহরে মেট্রো বিভ্রাট।
নজরবন্দি ব্যুরোঃ সকালের ব্যস্ত সময়ে ফের শহরে মেট্রো বিভ্রাট। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো দাঁড়িয়ে গেল নেতাজী স্টেশনে। যাত্রীরা তখন বেশ আতঙ্কিত। সবার মধ্যে প্রশ্ন কি হল? মেট্রো কর্তৃপক্ষ জানালেন লাইনে বিদ্যুত্ সংযোগে সমস্যা আছে তাই আর মেট্রো যাবে না। যাত্রীদের কথা ভেবে নেতাজী স্টেশনে সব যাত্রীদের নামিয়ে ফাঁকা মেট্রো উত্তম কুমার স্টেশনে পাঠানো হয়। অফিস যাওয়ার পথে মেট্রো বিভ্রাটে বিপাকে পড়েন যাত্রীরা।
ঘটনার পর আধঘণ্টা পর পরের মেট্রোই চেপে ফের গন্তব্যে উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা। শহরের মধ্যে অতি দ্রুত জাতায়তের জন্য মেট্রোর বিকল্প নেই কিন্তু কিছু দিন আগে জল কাঞ্জিলালের ঘটনার পর থেকে এখন রীতিমতো আতঙ্কে যাত্রীরা। বিভিন্ন কারণে প্রায় প্রতি মাসে কোন না কোন বিভ্রাট ঘটেই চলেছে মেট্রোতে। ফলে এক প্রকার জীবন হাতে নিয়েই মেট্রো যাত্রা করছেন লক্ষ লক্ষ শহরবাসী।
ঘটনার পর আধঘণ্টা পর পরের মেট্রোই চেপে ফের গন্তব্যে উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা। শহরের মধ্যে অতি দ্রুত জাতায়তের জন্য মেট্রোর বিকল্প নেই কিন্তু কিছু দিন আগে জল কাঞ্জিলালের ঘটনার পর থেকে এখন রীতিমতো আতঙ্কে যাত্রীরা। বিভিন্ন কারণে প্রায় প্রতি মাসে কোন না কোন বিভ্রাট ঘটেই চলেছে মেট্রোতে। ফলে এক প্রকার জীবন হাতে নিয়েই মেট্রো যাত্রা করছেন লক্ষ লক্ষ শহরবাসী।
Loading...
কোন মন্তব্য নেই