Header Ads

অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন ড্রামা কুইন রাখি।

নজরবন্দি ব্যুরোঃ চুপিসারে বিয়েটা সেরে ফেলেছিলেন রাখি সাওয়ন্ত। আর অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন তিনি। সম্প্রতি তার ১ টি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেটা ছিল বিয়ের পোশাকে কিন্তু তখন রাখি জানিয়েছিলেন ওটা ফটো শুট ছিল। বিয়ে নিয়ে এর আগেও অনেক ড্রামা করেছেন বলিউডের তথাকথিত ড্রামা কুইন। “রাখি কা স্বয়ম্বর” নামে একটি রিয়ালিটি শো করেছিলেন রাখি। সেখানে তিনি শো এর বিজেতা কানাডার ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালার সঙ্গে বাগদানও। কিন্তু সেই বিয়ে হয়নি। এরপর দীপক কালালের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন রাখি।
সেটাও ভেঙে গিয়েছিল অবশেষে বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে হানিমুনের ছবি পোস্ট করে ড্রামা কুইন লেখেন ‘আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বিয়ে আমি করেছি। ওঁর নাম রীতেশ। ব্রিটেনে থাকে। ও আগেই ব্রিটেনে উড়ে গিয়েছে। আমার ভিসার কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমিও চলে যাব। তবে ভারতে কাজ আমি অবশ্যই করব। আমি বরাবরই টেলিভিশন শো প্রযোজনা করতে চাইতাম। এবার মনে হয় আমার স্বপ্ন সফল হবে। যিশুকে ধন্যবাদ। তিনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন। ওঁর সঙ্গে যবে দেখা হয়েছিল আমি ওর স্ত্রী হতে চাইতাম। ইচ্ছেপূরণ হয়ে গেল’।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.