কলার পর এবার ২ টি সিদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা। এ এক অন্য ভারত।
নজরবন্দি ব্যুরোঃ জেডব্লু ম্যারিওট হোটেলের ২ টো কলার দাম ছিল ৪৪২ টাকা। আর এবার মুম্বইয়ের ফোর সিজন হোটেলে দুটো সিদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা। হাঁ এই দামই লেখা আছে হোটেলের বিলে। কার্তিক ধর নামে এক ব্যক্তি সেই বিলের ছবি পোস্ট করেছেন। কিছুদিন আগেই হোটেলে কলার বিল ৪৪২ টাকা দেখে চমকে গিয়েছিলেন অভিনেতা রাহুল বোস।
চণ্ডীগড়ের জেডব্লু ম্যারিওট হোটেলের ২ টো কলার দাম ছিল ৪৪২ টাকা। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হৈহৈ পরাতে হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে চণ্ডীগড়ের এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্ট। এবার কি সেরকম কিছু হবে? আসলে এই ভারতের মধ্যেই আছে আরও একটি ধনি ভারতবর্ষ যা হয়তো এর আগে আম ভারতবাসী জানতাম না। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তার একটু আধটু ঝলক দেক্তে পাচ্ছি।


No comments