রাতের কলকাতায় এবার আক্রান্ত পুলিশ!
নজরবন্দি ব্যুরোঃ ফের আক্রান্ত পুলিস। মহানগরীর বুকে থানায় ঢুকে কনস্টেবলকে মার! টেবিল চাপড়ে পুলিসকর্মীদের শাসানি। হাঁ এমনটাই ঘটেছে টালিগঞ্জ থানায়। বেশ কিছুদিন ধরে রাতের কোলকাতায় বাইক দৌরাত্ত বন্ধ করতে অভিযানে নেমেছে পুলিশ। সেই মতো রবিবার রাতে রুটিনমাফিক এলাকায় টহল দিচ্ছিল পুলিস। এরপর এক যুবককে মত্ত অবস্থায় বাইক চালাতে দেখে আটক করে পুলিশ।
যুবকের নাম রণজয় হালদার। এর পরেই ঘটনার সুত্রপাত। খবর পেয়ে থানায় আসেন যুবকের পরিবারের লোকজন। বচসা শুরু হয় পুলিশের সাথে তার পর কনস্টেবলকে মার এবং থানায় ঢুকে টেবিল চাপড়ানো। ওপর দিকে পরিবারের পাল্টা অভিযোগ, কর্তব্যরত পুলিস কর্মীরা মত্ত অবস্থায় তাঁদেরকেও মারধর করেন।
ছবিটি প্রতিকি
যুবকের নাম রণজয় হালদার। এর পরেই ঘটনার সুত্রপাত। খবর পেয়ে থানায় আসেন যুবকের পরিবারের লোকজন। বচসা শুরু হয় পুলিশের সাথে তার পর কনস্টেবলকে মার এবং থানায় ঢুকে টেবিল চাপড়ানো। ওপর দিকে পরিবারের পাল্টা অভিযোগ, কর্তব্যরত পুলিস কর্মীরা মত্ত অবস্থায় তাঁদেরকেও মারধর করেন।
ছবিটি প্রতিকি

No comments