কথা রাখলেন শিক্ষামন্ত্রী! পে প্রোটেকশন চালু হল গ্রেজুয়েট শিক্ষকদের জন্যে।
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের জন্যে সুখবর, পে প্রোটেকশন চালু করল রাজ্য সরকার। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পে প্রোটেকশনের দাবীতে আন্দোলন করছিলেন গ্রেজুয়েট/পোষ্ট গ্রেজুয়েট শিক্ষকরা। এই শিক্ষকরা শিক্ষকতা করতে করতেই শিক্ষকতার পরীক্ষায় বসেছিলেন। কারও লক্ষ ছিল বাড়ির কাছাকাছি স্কুলে পোস্টিং আবার কেউ মাধ্যমিক স্কুল থেকে উচ্চমাধ্যমিক স্কুলে প্রোমোশনের জন্যে।
যারা উর্ত্তীঘ্ন হয়েছিলেন তাঁদের বেতন বৃদ্ধি বা পে প্রটেকশনের আশা পূরন হয়নি। নতুন স্কুলে পোস্টিং পেয়েও বেতন পাচ্ছিলেন আগের স্কেলেই। মিলছিল না একাধিক সুবিধা।
এই প্রসঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম শিক্ষামন্ত্রীকে বিধানসভার অধিবেশন চলাকালীন একাধিক বার আলোকপাত করতে অনুরোধ করে। পরে গত ৪ জুলাই বিধানসভার বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের আর্থিক লোকসান আটকাতে পে প্রোটেকশনের ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করে চলতি মাসের ১ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে সুখবরের ঘোষণা করে রাজ্যের অর্থ দফতর।
যদিও এই প্রাপ্তিযোগের পথ খুব একটা সুগম ছিলনা। শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও তা কার্যকর হচ্ছেনা দেখে গত বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান এই 'বঞ্চিত' শিক্ষকরা। তাঁর আগেও অনেক ধর্না বা আন্দোলন করতে হয়েছে শিক্ষকদের।
যাইহোক আপাতত অর্থদফতরের বিজ্ঞপ্তি দেখে আনন্দিত শিক্ষকরা।
যারা উর্ত্তীঘ্ন হয়েছিলেন তাঁদের বেতন বৃদ্ধি বা পে প্রটেকশনের আশা পূরন হয়নি। নতুন স্কুলে পোস্টিং পেয়েও বেতন পাচ্ছিলেন আগের স্কেলেই। মিলছিল না একাধিক সুবিধা।
এই প্রসঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম শিক্ষামন্ত্রীকে বিধানসভার অধিবেশন চলাকালীন একাধিক বার আলোকপাত করতে অনুরোধ করে। পরে গত ৪ জুলাই বিধানসভার বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের আর্থিক লোকসান আটকাতে পে প্রোটেকশনের ঘোষণা করেন।
যদিও এই প্রাপ্তিযোগের পথ খুব একটা সুগম ছিলনা। শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও তা কার্যকর হচ্ছেনা দেখে গত বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান এই 'বঞ্চিত' শিক্ষকরা। তাঁর আগেও অনেক ধর্না বা আন্দোলন করতে হয়েছে শিক্ষকদের।
যাইহোক আপাতত অর্থদফতরের বিজ্ঞপ্তি দেখে আনন্দিত শিক্ষকরা।
কোন মন্তব্য নেই