আগামী সোমবার বিয়ে করতে চলেছেন ক্রোমা। মেয়ে খাঁটি বাঙালি।
নজরবন্দি ব্যুরোঃ বিয়ে করতে চলেছেন পিয়ারলেস অধিনায়ক আনসুমানা ক্রোমা। বউ এক্কেবারে খাঁটি বাঙালি। নাম পুজা দত্ত। থাকেন পাইকপাড়ায়। আগামী সোমবার তাঁদের বিয়ে। মোহনবাগানকে হারিয়ে পিয়ারলেসের জয়ের নায়ক বাংলা প্রথম শারির এক সংবাদ মাধ্যমকে বলেছেন তাঁর দেওয়া ২ টি গোলই উৎসর্গ করেছেন তাঁর হবু স্ত্রী পুজাকে। যা শুনে খুব খুশি পুজা। তবে এক সময়ের মোহনবাগানে খেলা ক্রোমা বলেছেন সবুজ-মেরুন কে তিনি এখনও ভালোবাসেন।
তাদের বিরুদ্ধে গোল করতে ভালো লাগেনা তাঁর। তাই তো গত কাল গোলের পর সেভাবে উৎসাহ দেখাননি মাঠে। খেলার শেষে সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে, নমস্কার জানিয়ে মাঠ ছাড়লেন তিনি। তাইতো তিনি বলে ফেললেন “মোহনবাগানের বিরুদ্ধে গোল করলে কষ্ট হয়। আমার হৃদয় জুড়ে মোহনবাগান। এই ক্লাবকে ভালবাসি”।
তাদের বিরুদ্ধে গোল করতে ভালো লাগেনা তাঁর। তাই তো গত কাল গোলের পর সেভাবে উৎসাহ দেখাননি মাঠে। খেলার শেষে সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে, নমস্কার জানিয়ে মাঠ ছাড়লেন তিনি। তাইতো তিনি বলে ফেললেন “মোহনবাগানের বিরুদ্ধে গোল করলে কষ্ট হয়। আমার হৃদয় জুড়ে মোহনবাগান। এই ক্লাবকে ভালবাসি”।
কোন মন্তব্য নেই