Header Ads

অন্যান্য তৃণমূল নেতাদের মত জনসংযোগের নয়া কৌশল নিয়ে নিজের এলাকায় মিমি।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের খারাপ ফলের পর নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে কোমর বেঁধে নেমে পরেছে তৃণমূলের নেতা কর্মীরা। যার জন্য তাদের প্রথম পদক্ষেপ “দিদিকে বলো”। সরকারের কাজে কোথায় ফাঁকফোকড় রয়ে গিয়েছে, কোথায় ঠিকঠাক পরিষেবা মিলছে না, জনগণের কাছ থেকে এসব খবর পেতেই দলের কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। দলের এই কর্মসূচী তে পিছিয়ে রয়লেন না যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও।
‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে নেমে এই দিন মিমি যান ঘটকপুকুরের নলমুড়ি হাসপাতালে। সেখানে কথা বলেন রোগীদের সাথে ও তাদের পরিবারের সাথে কি সমস্যা হচ্ছে বা সমস্যা হলে কি কি করতে হবে বা ‘দিদিকে বলো’ পরিষেবা কি তা নিয়েই কথা বলেন তিনি। এছারাও ঘটকপুর এলাকার বাসিন্দাদের হাতে হাতে ‘দিদিকে বলো’ কার্ড বিলি করেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ। রাজ্যের অন্যান্য তৃণমূল নেতাদের মত জনসংযোগের নয়া কৌশল নিয়ে মিমিও যে দলীয় কাজকর্মে কোমর বেঁধে নেমে পড়েছেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.