Header Ads

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের হাতে খতম মাওবাদী।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী বিস্ফোরণে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিলো। এবার আজ শনিবার সকালে রাজনন্দগাঁওয়ের বাগনডি থানা এলাকার সীতাগোটার জঙ্গলে ৭ মাওবাদীকে খতম করলো নিরাপত্তারক্ষীরা। শুক্রবার রাতে সুত্রের মাধ্যমে খবর আসে সীতাগোটার জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে।
এরপর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর রক্ষীরা তল্লাশি শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। গুলি ও পাল্টা গুলিতে মারা যান ৭ জন মাওবাদী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে। লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের সন্ধানে তল্লাশি এখনও চলছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.