কলকাতা পুলিশের ৩৩৪ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি ।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশের ৩৩৪ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি হল। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট ২০১৯ এর মাধ্যমে আবেদন জমা করার শেষ তারিখ অগাষ্ট এর ৬ তারিখ। পদের নাম সিভিক ভলেন্টিয়ার। শুণ্য পদ- ৩৩৪ টি। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করতেই হবে। শারীরিক ও মানসিক সুস্থতার শংসাপত্র থাকা প্রয়োজন। কোন আবেদনকারীর পুলিশে কোন অভিযোগ থাকা চলবে না।
খেলাধুলায় , এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারী ইন্টারভিউয়ের মধ্যে নির্বাচিত হবেন। kolkatapolice.gov.in - এই ওয়েবসাইটে র মাধ্যমে ফর্ম পাওয়া যাবে ।সঠিক ভাবে পুরন করা আবেদনপত্র ডিভিশনাল অফিসে জমা দিতে হবে ৬ই অগাষ্ট, ২০১৯-এর বিকেল ৫টার মধ্যে।
খেলাধুলায় , এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারী ইন্টারভিউয়ের মধ্যে নির্বাচিত হবেন। kolkatapolice.gov.in - এই ওয়েবসাইটে র মাধ্যমে ফর্ম পাওয়া যাবে ।সঠিক ভাবে পুরন করা আবেদনপত্র ডিভিশনাল অফিসে জমা দিতে হবে ৬ই অগাষ্ট, ২০১৯-এর বিকেল ৫টার মধ্যে।
Loading...
কোন মন্তব্য নেই