Header Ads

রাজ্যে আসছে উইপ্রো ও মাইক্রোসফট। ১০ হাজার চাকরী। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক নতুন দিশা দেখাতে আসছে উইপ্রো ও মাইক্রোসফট। এই কথা আজ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে তিনি বলেন “আপনাদের একটা সুখবর দিই। রাজ্যে আসছে উইপ্রো। ৫০ একর জমি দেওয়া হয়েছে তাদের। ১০ হাজার যুবক-যুবতী কাজ পাবে।
১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে সিলিকনভ্যালি। সব জমিই ইতিমধ্যে নিয়েছে সংস্থাগুলি। এর মধ্যে উইপ্রোই নিয়েছে ৫০ একর। আরও একশো একর বাড়াচ্ছি সিলিকনভ্যালি”। এছারাও রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে মাইক্রোসফট। রাজ্যের প্রায় ৬ লক্ষ তাঁতি দের নিয়ে কাজ করবে তারা। এই কাজে ২৫ শতাংশ আয় বাড়বে তাঁদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.