Header Ads

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের জেরে যাবতীয় বাণিজ্যিক চুক্তি বন্ধ করলো পাকিস্থান।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে শুরু থেকেই বিব্রত ছিল পাকিস্থান। এবার তারই পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ নিল ইমরান সরকার। ভারতের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক চুক্তি আপাতত স্থগিত রাখা। একাধিক দ্বিপাক্ষিক চুক্তি খতিয়ে দেখবে পাক সরকার। দ্বিপাক্ষিক কূটনৈতিক আদানপ্রদানও কমানো হবে বলে ঘোষণা করা হয়েছে। হয়েছে।ইতিমধ্যেই ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
 বরখাস্ত করা হয়েছে পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতকেও। এদিন প্রধানমন্ত্রী ইমরান খান যে বৈঠক করেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অভ্যন্তরীণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানবাধিকার মন্ত্রী এবং সে দেশের আইন মন্ত্রী। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছিলেন। সেখানেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কোন প্রতিক্রিয়া এখন মেলেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.