ঐতিহাসিক সিদ্ধান্ত বাইশ গজে, নো বলের সিদ্ধান্ত এবার আর নিতে পারবেনা মাঠের আম্পায়ার।
নজরবন্দি ব্যুরোঃ আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত খেলার মোড় যে ঘুরিয়ে দিতে পারে তার সব চেয়ে বড় উদাহরণ এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তাই এবার মাঠের আম্পায়ার নয় নো বলের সিদ্ধান্তর জন্য আইসিসি ভরসা করতে পারে টিভি আম্পায়ারকে। এক সাক্ষাত্কারে আইসিসি-র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন ‘২০১৬ সালে যে পদ্ধতি আনা হয়েছিল তা আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তৃতীয় আম্পায়ার বোলারের পায়ের নো বলের দিকে নজর রাখবেন।
বোলিং-এর সময় বোলারের পা পড়ার কিছু সেকেন্ডের মধ্যেই ছবি চলে যাবে তৃতীয় আম্পায়ারের কাছে। তিনি জানাবেন মাঠের আম্পায়ারকে নো বল ছিল কিনা। তিনি কিছু না জানালে বলটিকে নো বল ঘোষণা করা যাবে না’। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা চাইছে ফ্রন্ট ফুট নো বলের সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ারদের বদলে টিভি আম্পায়াররা নিক। তবে বিষয়টা আপাতত ট্রায়াল রান হিসেবেই চালাতে চাইছে তারা।
কোন মন্তব্য নেই