Header Ads

ফের কমলো রেপো রেট । গাড়ি, বাড়ি কেনার ক্ষেত্রে কমতে পারে সুদের হার।

নজরবন্দি ব্যুরোঃ দেশের কেন্দ্রীয় ব্যাংক এবার ৩৫ বেসিস পযেন্ট রেপো রেট কমাল। তবে এবারই প্রথম রিজার্ভ ব্যাংক কিছুটা প্রথাগত পথে ২৫ অথবা তার গুনিতক বেসিস পয়েন্টে রেপো রেট পরিবর্তনের পথে হাঁটেনি। এভাবে রেপো রেট কমানোর ফলে গাড়ি বাড়ি ইত্যাদি ঋণের ক্ষেত্রে সুদের হার আরও কমবে বলেই মনে করা হচ্ছে। আগের তিন বার রেপো রেট কমিয়েও আর্থিক বৃদ্ধিতে গতি আসেনি। বরং নিম্নমুখী।
 এই গতিকে কিছুটা চাঙ্গা করতেই ফের একই পথে হাঁটল শীর্ষ ব্যাঙ্ক। যদিও বর্ষার ঘাটতি বিশ্ব বাজারে নিম্নগতির চ্যালেঞ্জ মোকাবিলা করে এই দাওয়াইও কতটা কাজে আসবে, তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদদের একাংশ।গভর্নর শক্তিকান্ত দাস বলেন জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং আর্থিক বৃদ্ধির গতির কথা মাথায় রেখে শুধুমাত্র ২৫ বেসিস পয়েন্ট কমানো যথেষ্ট ছিল না। সেই কারণেই ৩৫ বেসিস পয়েন্ট। চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ থেকে কমিয়ে আনা হয়েছে ৬.৯ শতাংশে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.