জামশেদপুরের ক্লাবকে ৬-০ গোলে বিধ্বস্ত করল শতবর্ষের ক্লাব।
নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার ঘরের মাঠে জামশেদপুরের ক্লাবকে ৬-০ গোলে দুরমুশ করল লাল-হলুদ শিবির। সেই সঙ্গে ডুরান্ডের সেমিফাইনালের টিকিটও কার্যত নিশ্চিত করে ফেলল শতবর্ষের ক্লাব। ইস্টবেঙ্গল: ৬ (কোলাডো ২, বিদ্যাসাগর ২, পিন্টু, হাওকিপ) জামশেদপুর: ০। ৬টি গোল করল ইস্টবেঙ্গল। শুরু করলেন হাইমে কোলাডো। শেষ করলেন বোইথাং। কোলাডো ও বিদ্যাসাগর জোড়া গোল করেন এদিন। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল পেলেন পিন্টু মাহাতো। প্রথমার্ধে ৩ গোলে এগিয়েছিল লাল-হলুদ বাহিনী। দ্বিতীয়ার্ধে দিল আরও ৩।
দুটি গোলের পরেই কোলাডোকে তুলে নেন মেনেন্দেজ। চোট পেয়েছিলেন তিনি। কোলাডোকে নিয়ে ঝুঁকি আর নেননি আলেয়ান্দ্রো। তিনিউঠে গেলেও ইস্টবেঙ্গলকে ফ্যাকাশে দেখায়নি। বরং খেলা যত গড়িয়েছে ততই রং ছড়িয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের পরের খেলা শুক্রবার। তবে ঘরোয়া লিগের প্রথম ম্যাচ। লাল-হলুদ নামবে জর্জের বিরুদ্ধে। তবে ডুরান্ডে এই ম্যাচ জয়ের পর সেমিফাইনালের টিকিট এক রকমের পাকা হয়ে গেল শতবর্ষের এই ক্লাবটির।
কোন মন্তব্য নেই