Header Ads

কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে,বললেন অমিত শাহ।

নজরবন্দি ব্যুরোঃ পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে ফের কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে, সোমবার সংসদে এমটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। একটি হল জম্মু ও কাশ্মীর যাদের নিজস্ব আইনসভা থাকবে এবং অন্যটি হল লাদাখ। যাদের কোনও আইনসভা থাকবে না।
বিরোধীদের দাবি যে যুক্তিতে সরকার কাশ্মীরকে পূর্ণরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে সেই যুক্তি দুর্বল ও গ্রহণযোগ্য নয়। বিরোধীদের সেই অভিযোগ পুরোপুরি না মানলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কাশ্মীরকে যে পুর্ণরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে, তা স্থায়ী নয়, অস্থায়ী। কাশ্মীরের পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে তখনই তাঁকে আবার পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.