Header Ads

প্রিয়ঙ্কার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে এক হাত নিলেন জাভেদ আখতার।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি পাকিস্তানের তরফে রাষ্ট্রসংঘকে এক চিঠিতে জানানে হয়ে প্রতিষ্ঠানের “গুড উইল অ্যাম্বাসাডর” প্রিয়ঙ্কা চোপড়াকে যেন তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের মানবাধিকার সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী শিরিন মাজারি এই বিষয়ে রাষ্ট্র সংঘকে চিঠি লেখেন। পাকিস্তানের বক্তব্য ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডার হয়ে ভারতের জয় গান গেয়েছেন প্রিয়াঙ্কা। সেটা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হোক কিংবা ভারতীয় সেনাদের বিরাট সাফল্যের কথা প্রিয়াঙ্কা প্রত্যেকটি বিষয়ে ভারতকেই সমর্থন করেন।
 এরপরই বলিউডের তরফে পাকিস্তানের প্রতি একের পর এক তোপ দাগেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। তিনি প্রিয়াঙ্কার অবস্থান নিয়ে বেজায় খুশি। তিনি পিগির পাশে দাঁড়িয়ে পাকিস্তানের উদ্দেশে বলেন “আমি প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত স্তরে চিনি। খুবই শিক্ষিত ও ভদ্র,নম্র মানুষ একজন। এটা আপনাদের মাথাতে রাখতেই হবে প্রিয়াঙ্কা প্রথমে একজন ভারতীয়। যদি তাতে কোনও বিতর্ক থাকে সেটা নিয়ে পাকিস্তানের মাথা ঘামানোর প্রয়োজন নেই। প্রিয়াঙ্কা একজন ভারতীয় নাগরিক পাকিস্তানের সঙ্গে তাঁর মতের মিল নাই থাকতেই পারে”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.