জোম্যাটোতে এবার খাবার পরিবেশন নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ।
নজরবন্দি ব্যুরোঃ জোম্যাটো তে এবার আভ্যন্তরীণ বিবাদ। খাবার ডেলিভারি নিয়ে এবার বেঁকে বসলেন ডেলিভারি স্টাফের এক অংশ। তাদের অভিযোগ খাবার পরিবেশনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। কি ভাবে? জোম্যাটো ফুড ডেলিভারি বয়রা জানাছেন গরুর এবং শুয়োরের মাংস পরিবেশন নিয়ে তাদের আপত্তি রয়েছে। কারণ নতুন করে বেশ কয়েকটি নতুন মুসলিম রেস্তোরাঁ তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করে কোম্পানি। সেখান থেকে গরুর মাংস সরবারহ করতে তারা পারবেন না। ঐ জোম্যাটো সার্ভিস স্টাফ আরও বলেন তিনি হিন্দু। তাঁদের অন্য মুসলিম সহকর্মী রয়েছেন।
একসঙ্গে কাজ করতে তাদের কোনও অসুবিধা নেই। কিন্তু গরু বা শুয়োরের মাংস তারা সরবারহ করলে তাদের সবারই ধর্মীয় অনুভূতিতে ব্যাঘাত ঘটছে। কোম্পানিও তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কর্মীদের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে গিয়ে কাজ করানো ভুল পদক্ষেপ। এই ঘটনা নিয়ে কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখন কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

No comments