কাশ্মীরে যাবার জন্য রাজ্যপাল কে চিঠি দিলেন সীতারাম ইয়েচুরি।
নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীর বিধানসভার দলীয় বিধায়ক ও অন্যান্য নেতৃত্বের খোঁজ নিতে শুক্রবার শ্রীনগরে যাবার পরিকল্পনা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু প্রশাসন যাতে বাধা না দেন তার জন্য রাজ্যপাল কে চিঠি দিলেন তিনি। চিঠিতে তিনি রাজ্যপালকে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে সিপিএমের সক্রিয় শাখা রয়েছে । মহম্মদ ইউসুফ তারিগামী নামে একজন বিধায়ক রয়েছেন তাঁদের। তাই তিনি ও অনন্যা কর্মীরা কেমন আছেন তা দেখার জন্য ও খোঁজ খবর নেবার জন্য তিনি কাশ্মীর যেতে চান।
বৃহস্পতিবার কং নেতা গুলাম নবি আজাদ কাশ্মীরে যান কিন্তু প্রশাসন তাঁকে বিমানবন্দর থকেই দিল্লী পাঠিয়ে দেন। সেই কথা মাথায় রেখেই আগে থেকেই রাজ্যপাল কে চিঠি দিয়ে যাবার ব্যাপারে জানিয় রাখলেন সিপিএমের সাধারণ সম্পাদক। প্রসঙ্গত জম্মু-কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে জম্মু-কাশ্মীর ভেঙে গঠন করা হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। ওই সিদ্ধান্ত গণতন্ত্র ও সংবিধান বিরোধী বলে সোচ্চার হয়েছে সিপিএম-কংগ্রেস। রাজ্যে মিছিলও করেছে ডিওয়াইএফআই।
বৃহস্পতিবার কং নেতা গুলাম নবি আজাদ কাশ্মীরে যান কিন্তু প্রশাসন তাঁকে বিমানবন্দর থকেই দিল্লী পাঠিয়ে দেন। সেই কথা মাথায় রেখেই আগে থেকেই রাজ্যপাল কে চিঠি দিয়ে যাবার ব্যাপারে জানিয় রাখলেন সিপিএমের সাধারণ সম্পাদক। প্রসঙ্গত জম্মু-কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে জম্মু-কাশ্মীর ভেঙে গঠন করা হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। ওই সিদ্ধান্ত গণতন্ত্র ও সংবিধান বিরোধী বলে সোচ্চার হয়েছে সিপিএম-কংগ্রেস। রাজ্যে মিছিলও করেছে ডিওয়াইএফআই।
No comments