আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাসিম আমলা।
নজরবন্দি ব্যুরোঃ ডেল স্টেইনের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাসিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার বার্তা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দেন হাসিম আমলা। বিবৃতিতে পরিবার থেকে শুরু করে সতীর্থ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসক— সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমলা। ১২৪ টেস্টে ৯২৮২ রান।
গড় ৪৬.৬৪। সেঞ্চুরি ২৮। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ওয়ান ডে ক্রিকেটে ১৮১ ম্যাচে ৮১১৩ রান, সর্বোচ্চ ১৫৯। এবং সেঞ্চুরি করেছেন ২৭ টি। জাক কালিসের পর দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তিনিই রয়েছেন।
No comments