Header Ads

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্থানকে ফের কড়া বার্তা ট্রাম্পের।

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেবার পর থেকেই পাকিস্থানের জেন কাটা ঘায়ে নুনের ছিটে লেগেছে বলে মনে হচ্ছে। কারণ ৩৭০ ধারা তুলে নেবার পরেই ফের একবার ট্রাম্পের মধ্যস্থতার বার্তার কথা বিশ্বকে ফের স্মরণ করিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্পের দিক থেকে সেভাবে সারা না মেলায় ট্রাম্পের বিরোধী পক্ষ বরিস জনসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী। আর এই ঘটনার পরেই কাশ্মীর নিয়ে আবার ধমক খেলো পাকিস্থান।
 হোয়াইট হউসএর পক্ষ থেকে পাকিস্থাঙ্কে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পাক সীমান্ত থেকে যেন কোনও রকমের পাল্টা হামলা ভারতের দিকে না যায়। পাশাপাশি সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশও বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে আরও কড়া বার্তা দিয়ে বলেন পাক মাটিতে বেড়ে চলা সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে ইসলামাবাদকে। আর সে জন্য যেন পাকিস্তান কার্যকরী ব্যবস্থা এখনই নেয়। ফলে আরও একবার এটা স্পষ্ট যে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কার্যত কোণঠাসা করতে শুরু করেছে আমেরিকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.