Header Ads

আগামী ১৫ই আগস্ট থেকে বন্ধ থাকবে শিয়ালদা ফ্ল্যাইওভার। কোন পথে যাবেন কর্মক্ষেত্রে? জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তা শিয়ালদহ ফ্ল্যাইওভার। কারণ ঐ ৪ দিন ব্রিজের স্বাস্থ্য পরিক্ষা হবে। ঐ কাজ হবার সময় ফ্ল্যাইওভার দিয়ে চলাচলকারী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। তাই ঐ সময় আপনি কোন বিকল্প পথে আপানার কাজের জাইগাতে পৌছবেন তা দেখে নিন। উড়ালপুলের আশপাশ দিয়ে সব রাস্তায় ট্রাম চলাচল বন্ধ থাকবে। এজেসি বোস রোড দিয়ে শিয়ালদহ স্টেশন যাওয়া রাস্তা অর্থাত্ এনআরএস হাসপাতালের পাশের র্যাম্পটি খুলে রাখা হবে।
 উত্তর কলকাতার দিক থেকে শিয়ালদহ স্টেশনে যেতে গেলে মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে কোলে মার্কেট দিয়ে যেতে হবে। অপরদিকে নারকেলডাঙা রোড, ক্যানেল ইস্ট রোড ও বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাবার ব্যবস্তা কড়া হয়েছে। এছার ধরুন আপনি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাবেন শিয়ালদহের ওপর দিয়ে তখন ঐ ৪ দিন আপনাকে জেতে হবে মানিকতলা ক্রসিং থেকে, বিবেকানন্দ রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণি। এই ভাবে কতটা যাত্রীদের সুবিধা হবে তানিয়ে সন্দেহ আছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.