Header Ads

সামনের মাস থেকে দেশ জুড়ে লাগু হচ্ছে নতুন মোটর ভেহিক্যালসের সংশোধিত আইন। যা আপনাকে জানতেই হবে।

নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সংশোধিত মোটরযান আইনের ৬৩টি বিধি। ওই দিন থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালালেই গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা। ৬ মাসের জন্য জেলেও যেতে হতে পারে। গাড়ির গতিবেগ নির্ধারিত সীমা লঙ্ঘন করলে গুনতে হবে ৫ হাজার টাকা। জেলে যেতে হতে পারে ৩ মাসের জন্য। তবে রাজ্যগুলিতে রাজ্য সরকারগুলির অনুমোদন পেলে তবেই এই আইন চালু হবে। অত্যধিক পরিমানে ওজন বহন এবং লাইসেন্স জনিত নিয়ম না মানলে জরিমানার হার গিয়ে দাঁড়াবে ২০০০০ টাকা ও ১ ০০০০০ টাকা অবধি।
কোনো নাবালক গাড়ি চালালে জরিমানার পরিমাণও বেড়েছে। এ ক্ষেত্রে গাড়ির মালিকের জরিমানা ধার্য হয়েছে ২৫ হাজার টাকা।ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখে গাড়ি চালালে জরিমানা ৫ হাজার টাকা। গাড়িতে ওভার লোডিং করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সংশোধিত আইন অনুযায়ী, কোনো জরুরি পরিষেবাপ্রদানকারী গাড়িকে রাস্তা ছাড়তে ব্যর্থ হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। ফলে এই নতুন আইন যদি আমাদের রাজ্য সরকার অনুমোদন করে তাহলে এবার থেকে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আরও সাবধানতা অবলম্বন করতে হবে চালকদের।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.