মোদীকে সমর্থন আমিরের, তোলপাড় বলিউড।
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের খানরা যে খুব মোদী সমর্থক তা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। এর প্রমান কিছুটা পাওয়া গিয়েছিল বেশ কয়েকমাস আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন বলিউডের কে প্রতিনিধি দল সেখান একটু লক্ষ করলে দেখা যাবে সেই দলে কোন খান ছিলেন না। এই কিনে গুঞ্জন ও সোনা গিয়েছিল বি টাউনে। এছারও বিভিন্ন বিষয়ে এই বলিউড খান হিরোরা সরকার বা মোদীর বিভিন্ন কাজের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার ঠিক তাঁর উল্টো ঘটনা ঘটলো। সম্প্রতি আমির খান এক সোশ্যাল মিডিয়া পোস্টে মোদীর কাজের প্রশংসা করে পোস্ট লিখেছেন।
কি বিষয়ে জানেন? রবিবার “মন কী বাত” অনুষ্ঠানে নরেন্দ্র মোদী জানান মহত্মা গান্ধীর ১৫০ তম বর্ষপূর্তি এই বছর পালিত হতে চলেছে ধুমধাম সহকারে। আর ২ রা অক্টোবরের সেই বিশেষ দিনটি থেকেই দেশবাসীকে “প্লাস্টিক মুক্ত” ভারতের শপথ নিতে হবে। এই প্লিস্টিক মুক্ত ভারতের জন্য মোদীর উদ্যোগকে সমর্থন করে আমির বলেছেন ‘প্লাস্টিক বর্জিত ভারত গড়বার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন আমাদের সর্বোতভাবে তা পালন করা উচিত’।
কোন মন্তব্য নেই