Header Ads

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলের উপর হতেপারে জঙ্গি হামলা! মেল এলো পাক বোর্ডের কাছে।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এরই মধ্যে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কাছে একটি অজ্ঞাত মেল আসে তাতে লেখা ওয়েস্ট ইন্ডিজে থাকা ভারতীও দলের উপর হতে পারে জঙ্গি হামলা। এই মেল পাবার সঙ্গে সঙ্গে পাক বোর্ড তা ফরোয়াড করে দেয় আইসিসি ও ভারতীও বোর্ড কে। এরপর ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দূতাবাসকে পুরো ঘটনা জানানো হয়।
 সেই সঙ্গে ভারতীয় সরাষ্ট্রমন্ত্রকেও পিসিবি-র কাছে আসা উড়ো মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে। ক্যারিবিয়ান সরকারকেও বিরাটের উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে। এরপরই অ্যান্টিগাতে কোহলিদের নিরাপত্তা বাডা়নো হয়। তবে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয় ভারতীয় দলের কোনো বিপদ নেই আর দলের সুরক্ষার জন্য যথাযত ব্যাবস্থা কড়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.