পে কমিশনে নিয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, সুখবর খুব তাড়াতাড়ি।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে নবান্নে বিভিন্ন দফতরের ৫২ জন আধিকারিক কে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, ছিলেন শিক্ষামন্ত্রীও। আলোচনা হয় শিক্ষকদের দাবিদাওয়া, কর্মচারীদের বেতন, ডিএ এবং পে কমিশন নিয়েও। রিভিউ কমিটির বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক, কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন "চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে তাঁর সরকার কে, তাও গত আট বছরে প্রচুর উন্নতি হয়েছে। কিন্তু, সবসময় এটা দাও, ওটা দাও করলে কী করে হবে? টাকা আসবে কোথা থেকে।
বাম আমলের ডিএ আমাদের দিতে হচ্ছে।" ষষ্ঠ পে কমিশন ইস্যুতে তিনি বলেন, "আগে পে কমিশন রিপোর্ট দিক। ওই রিপোর্ট দেখে সাধ্যমত চেষ্টা করব।" এই ইস্যু তে পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। আর এখন রাজ্যের ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ার আগে কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যতটা তিনি মনে করবেন, ততটাই করবেন।
প্রসঙ্গত আগামী ডিসেম্বরের শেষ হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। প্রসঙ্গত বলা ভালো এই বৈঠকের দিনই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাষা দিতে স্পষ্ট করেই নির্দেশ দেয়।কিন্তু মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য নিয়ে কর্মীদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে ঠিক কবে এবং কত করে পাবেন তাঁরা।
কোন মন্তব্য নেই