দিঘা এখন থেকে প্লাস্টিক মুক্ত শহর। প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই ফাইন ৫০০।
নজরবন্দি ব্যুরোঃ বর্তমান জীবনযাপনে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আর এই প্লাস্টিক ডেকে আনছে ভয়ংকর বিপদ। পৃথিবীর পরিবেশ দূষণ থেকে জীব কূলকে বাঁচাতে এবার করা পদক্ষেপ নিল প্রশাসন। দিঘাকে প্লাস্টিক মুক্ত করতে এবার জরিমানার পথে গেল প্রশাসন। দিঘায় এবার থেকে প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই দিতে হবে ৫০০ টাকা ফাইন, দিঘা শহরে এবার কোঠর ভাবে নিষিদ্ধ হল প্লাস্টিক।
কোন ব্যবসায়ী, হোটেল বা পর্যটকরা যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেএকথা জানিয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদ। গোটা শহরে মাইক নিয়ে প্রচার করে জানিয়ে দেওয়া হয় প্রশাসনের সিদ্ধান্ত। তাই এবার থেকে যারা দিঘা যাবেন সাবধান হন আগে থেকে, নাহলে বেরাতে যাবার আনন্দ মাটি হতে পারে।
কোন ব্যবসায়ী, হোটেল বা পর্যটকরা যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেএকথা জানিয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদ। গোটা শহরে মাইক নিয়ে প্রচার করে জানিয়ে দেওয়া হয় প্রশাসনের সিদ্ধান্ত। তাই এবার থেকে যারা দিঘা যাবেন সাবধান হন আগে থেকে, নাহলে বেরাতে যাবার আনন্দ মাটি হতে পারে।
Loading...
কোন মন্তব্য নেই