যুব সমাজের সাথে জনসংযোগ স্থাপনে সিনেমাকেই হাতিয়ার করলো সিপিআইএম।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের পর রাজ্যে একটিও আসন পায়নি সিপিএম তথা বামফ্রন্ট। এমন কি গোটা দেশে তাদের অবস্থা খুব খারাপ। রাজ্যে এখন বিজেপির দাপট। তৃণমূলের সঙ্গে সামনাসামনি টক্করে বিজেপি। ঠিক এই রকম অবস্থার মধ্যে রাজ্যের যুব সমাজের সাথে সংযোগ স্থাপনে এবার সিনেমাকেই হাতিয়ার করলো রাজ্য বামফ্রন্ট।
সুত্রের খবর নভেম্বর বিপ্লবের প্রেক্ষাপটে তৈরি “উইকেন্ডে সূর্যোদয়” নামে এই ছবির মাধ্যমেই রাজ্যের যুব সমাজের মধ্যে প্রভাব ফেলতে চাইছেন তারা। ছবিটিতে অভিনয় করেছেন চন্দন সেন, দেবদূত ঘোষ, বাসবদত্তা ও পরাণ বন্দ্যোপাধ্যায় এর মত শিল্পীরা। নেপত্থে কথা বলেছেন সব্যসাচী চক্রবর্তী। গান গেয়েছেন ইমন। আগামী ৬ তারিখ মুক্তি পাবে ছবিটি। আর “উইকেন্ডে সূর্যোদয়” এর প্রিমিয়ার হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
সুত্রের খবর নভেম্বর বিপ্লবের প্রেক্ষাপটে তৈরি “উইকেন্ডে সূর্যোদয়” নামে এই ছবির মাধ্যমেই রাজ্যের যুব সমাজের মধ্যে প্রভাব ফেলতে চাইছেন তারা। ছবিটিতে অভিনয় করেছেন চন্দন সেন, দেবদূত ঘোষ, বাসবদত্তা ও পরাণ বন্দ্যোপাধ্যায় এর মত শিল্পীরা। নেপত্থে কথা বলেছেন সব্যসাচী চক্রবর্তী। গান গেয়েছেন ইমন। আগামী ৬ তারিখ মুক্তি পাবে ছবিটি। আর “উইকেন্ডে সূর্যোদয়” এর প্রিমিয়ার হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
Loading...
কোন মন্তব্য নেই