সুষমা স্বরাজের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর টুইটে শোক প্রাকাশ করে মুখ্যমন্ত্রী বলেন “১৯৯০ সাল থেকে আমি সুষমা স্বরাজের সঙ্গে পরিচিত। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা আমাকে নানা সময়ে সমৃদ্ধ করেছে।
হঠাত্ তাঁর মৃত্যুর খবর পাওয়ায় আমিও শোকস্তব্ধ হয়ে পড়েছি। এমন শক্তিশালী রাজনীতিক নেতৃত্ব ও অসাধারণ মানুষ হিসাবে তাঁকে আমরা দেখেছি এবং ব্যক্তিগতভাবে তাঁকে অনুসরণ করেছি”। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, “সুষমা স্বরাজের মৃত্যুর খবর আমাকে অবাক করেছে। তাঁর মতো এক অসামান্য নেতৃত্বকে আমি সামনে থেকে দেখেছি, যা তাঁর প্রতি আমার শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে”।
কোন মন্তব্য নেই