ক্রাইম আর রহস্যের গোপন ঠিকানা দেবে পরিচালক অর্নব পালের নতুন ছবি "তান্ত্রিক"।
নজরবন্দি ব্যুরোঃ ক্রাইম আর রহস্যের এক শিহরণের নতুন ঠিকানা দেবে পরিচালক অর্নব পালের নতুন ছবি "তান্ত্রিক"। হ্যাঁ, ঠিক শুনেছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাত ৯.৩০ এ শুধুমাত্র জনপ্রিয় বাংলা চ্যানেল আকাশ আট এ শুভমুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি " তান্ত্রিক"। মৃত্যু আর নানা কৌশল, এই দুয়ের মিলনে গড়ে উঠেছে ছবির মূল প্লট। যার প্রতিটি বাঁকে রয়েছে রহস্যের স্বাদ। কেনো বা মৃত্যু! আর কে করলো এই মৃত্যু? এই সব প্রশ্নের গোলাবর্ষণের মধ্যে দিয়ে বয়ে যাবে ছবির মূলস্রোত। এর আগে পরিচালক অর্নব পালের সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি "বৃষ্টি তোমাকে দিলাম" মানুষের মনে এক আলোরন ফেলেছিল।
যা বাংলা সিনেমাপ্রেমীদের কাছে এক পরম পাওনা। আর এবারে এক ক্রাইমের ছবি "তান্ত্রিক"। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ দে, পাপিয়া অধিকারী, কমল ব্রম্ভ, সাহেব হালদার, মেহুলি সরকার, পঞ্চানন ভট্টাচার্য, কৌস্তুভ চক্রবর্তী প্রমুখ শিল্পীরা। ইতিমধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বাংলা প্রপুলার চ্যানেল আকাশ আট এ। ছবির ট্রেলারের প্রতিটি ছন্দে লুকিয়ে আছে রহস্য। যা সিনেমাপ্রেমীদের মনে এক বিশেষ আলোরন ফেলেছে।
কোন মন্তব্য নেই