Header Ads

হটস্টারের ওয়েব সিরিজে এবার অভিনয় করছেন যুবরাজ।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েব সিরিজের নাম “'দ্য অফিস'”। যেখানে অভিনয় করছেন সদ্য প্রাক্তন ভারতীও ক্রিকেটার যুবরাজ সিং। কেন সিরিজের এরকম নাম? আসলে নিজের নিজের অফিস নিয়ে প্রত্যেকের নানান অভিজ্ঞতা আছে। অফিস নিয়ে এরকম মজার মজার কাহিনি নিয়েই এই ১৩ পর্বের সিরিজ। এই টিভি সিরিজ অবশ্য ব্রিটিশ জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অফিস’এর ভারতীয় নির্মান। এই টিভি সিরিজের পরিচালনায় আছেন রোহন সিপ্পি, দেবি রাও ও বাম্পি।
এই ওয়েব সিরিজেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন যুবরাজ। প্রযোজক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যুবরাজের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। এখনই সেটা নিয়ে কিছু বলা যাবে না। তবে যুবরাজ সিং যথেষ্ট আগ্রহ নিয়েই অভিনয় করতে চেয়েছেন বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.