আজ রাত থেকে বন্ধ থাকবে কালীঘাট সেতু, তীব্র যানজটের আশঙ্কা
নজরবন্দি ব্যুরো: উল্টোডাঙা সেতু নিয়ে এখনও জটিলতা কাটেনি। এর মধ্যেই কালীঘাট সেতু নিয়ে সমস্যায় পড়তে চলেছেন নিত্য যাত্রীরা। শনিবার রাত থেকে বন্ধ রাখা হচ্ছে ব্যস্ততম কালীঘাট সেতু।
রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। সোমবার এই সেতু ফের খুলে দেওয়া হবে। জানা গিয়েছে, মূলত লোড টেস্ট করার জন্য এই সেতু বন্ধ রাখা হয়েছে। এই টেস্ট করার পরে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞরা।
তবে ওই সেতু বন্ধ থাকার সময় বাস, মিনি বাস, এবং লরি সহ অন্য যানবাহনকে অন্য রোড দিয়ে চলাচল করার ব্যবস্থা করবে সরকার। মনেকরা হচ্ছে আলিপুর রোড ও জর্জ কোর্ট রোড দিয়ে ঘুরিয়ে যানবাহনগুলি চলাচল করার ব্যবস্থা করা হবে।
যদিও বলা হয়েছে,হাজরা ক্রসিং থেকে উত্তরের দিকে গাড়ি চলবে। এই কালীঘাট সেতু কলকাতার ব্যস্ততম একটি সেতু। দুর্ঘটনা বা বিপদ এড়াতেই এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকার এই সেতু গুলি পরীক্ষা করতে চাইছে দ্রুত। যাতে নতুন করে কলকাতায় বড় রকমের কোনও বিপদ না আর ঘটে। আর সেই কারণে সেতু বন্ধ করে লোড টেস্ট করতে চাইছে সরকার।
রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। সোমবার এই সেতু ফের খুলে দেওয়া হবে। জানা গিয়েছে, মূলত লোড টেস্ট করার জন্য এই সেতু বন্ধ রাখা হয়েছে। এই টেস্ট করার পরে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞরা।
তবে ওই সেতু বন্ধ থাকার সময় বাস, মিনি বাস, এবং লরি সহ অন্য যানবাহনকে অন্য রোড দিয়ে চলাচল করার ব্যবস্থা করবে সরকার। মনেকরা হচ্ছে আলিপুর রোড ও জর্জ কোর্ট রোড দিয়ে ঘুরিয়ে যানবাহনগুলি চলাচল করার ব্যবস্থা করা হবে।
রাজ্য সরকার এই সেতু গুলি পরীক্ষা করতে চাইছে দ্রুত। যাতে নতুন করে কলকাতায় বড় রকমের কোনও বিপদ না আর ঘটে। আর সেই কারণে সেতু বন্ধ করে লোড টেস্ট করতে চাইছে সরকার।
কোন মন্তব্য নেই