Header Ads

কে হবে আজ লর্ডসের ‘লর্ড’। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট?

নজরবন্দি ব্যুরোঃ লন্ডনের বনেদি ক্রিকেট ময়দান লর্ডসে ম্যাচটি শুরু হবে। গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইয়ন মর্গানের দল। তার দুদিন আগে ওল্ড ট্রাফোর্ডে দুইবারের চ্যাম্পিয়ন ভারতের সাথে ১৮ রানের জয়ের সুবাদে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ পায় নিউজিল্যান্ড। ভারত ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ডের চেয়ে একটি ম্যাচ কম খেলে ফাইনালে এসেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে এই দু'দল ।
যার মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড । ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচে । বিশ্বকাপে হার-জিতের রেকর্ডের ভিত্তিতে ইংল্যান্ডের চেয়ে তাই কিছুটা হলেও এগিয়ে কিউইরা । অপরদিকে নিজেদের দেশের মাটিতে বাকি মাঠগুলির তুলনায় লর্ডসে রেকর্ড খুব একটা ভাল নয় ইংল্যান্ডের । এখনও পর্যন্ত এই মাঠে ৫৪টি ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে ২৪টি ম্যাচে । হার ২৭ ম্যাচে। দুটি ম্যাচ টাই এবং ১টি ম্যাচে কোনও ফয়সালা হয়নি । আজ কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট তা আর কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.