Header Ads

মেট্রো রেলের বিরুদ্ধে শেক্সপিয়র সরণী থানায় এফআইআর মৃতের পরিবারের।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ কলকাতার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হন যাত্রীরা। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে মেট্রো রেলের বিরুদ্ধে শেক্সপিয়র সরণী থানায় জোড়া মামলা রুজু করেছে পুলিস। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(এ) ধারা এবং গাফিলতিতে মৃত্যুর ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করে।
 শেক্সপিয়ার থানার পুলিস জানিয়েছে তদন্তের জন্য মেট্রো রেলের বেশ কয়েকজন আধিকারিককে জেরা করা হবে। মেট্রোর জিএম ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই ট্রেনের গার্ড এবং মোটরম্যানকে সাসপেন্ড করা হয়েছে। যে রেকে শনিবার রাতে দুর্ঘটনা ঘটেছে সেই মেঘা রেক এখন রাখা আছে নোয়াপাড়ার কারশেডে। রবিবার বিকেলে সেই রেকটি পরীক্ষা করতে চেন্নাই থেকে আসছেন ইঞ্জিনিয়াররা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.