Header Ads

এবার অনলাইনে টাকা লেনদেনের জন্য ভারতে আসছে ‘হোয়াটসঅ্যাপ পে’।

নজরবন্দি ব্যুরোঃ মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থা বর্তমানে ভারতে বেশ জনপ্রিয়। এখন আর টাকা লেনদেনের জন্য এটিএম বা বাঙ্কে যাবার দরকার পরে না যদি আপনার হাতে থাকে ১ টি স্মার্ট ফোন। আর কিছু পে অ্যাপ। তাহলেই কেল্লাফতে। ওই পে অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই টাকা লেনদেন করতে পারবেন দিন রাত যখন খুশি। আর এই কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ ভারতে আনতে চলেছে ‘হোয়াটসঅ্যাপ পে’।
 ইউপিআই ভিত্তিক এই অর্থ লেনদেন ব্যবস্থা ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীরাও ব্যবহার করতে পারবেন তাদের ব্যবসায়িক লেনদেনের জন্য। বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন, যদি 'হোয়াটসঅ্যাপ পে' ভারতে চালু হয়, তাহলে তার ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে শীর্ষে থাকা পেটিএম কেও ছাড়িয়ে যাবে। ‘হোয়াটসঅ্যাপ পে’ কেবল মাত্র অল্প অর্থের লেনদেনের জন্যই নয়, ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীদের যাদের বার্ষিক লাভ ৩ লক্ষ থেকে ৭৫কোটি টাকা, তাঁরাও এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করে অর্থের লেনদেন করতে পারবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.