সিবিআই কর্তাদের বিরুদ্ধে মর্জি মাফিক তদন্তের অভিযোগ রাজীব কুমারের আইনজীবীর!
নজরবন্দি ব্যুরো: আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজীব কুমারের আইনজীবী। তিনি বলেন," রাজীব কুমার সিট-এর চেয়ারম্যান ছিলেন না। ডিজি-র দায়িত্বে গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়েছে।"
যদিও আগেই একাধিক বিষয়ে অভিযোগ জানিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলার সময় রাজীব কুমারের আইনজীবী হাইকোর্টের জানান, এফআইআর বা সারদার কোন চার্জশিটে রাজীব কুমারের নাম নেই।
সুদীপ্ত সেন সিবিআইকে চিঠি দিয়ে জানায় কোন কোন প্রভাবশালী ব্যক্তির কারণে সারদা তদন্তের অভিমুখ বদলাচ্ছে। ওই চিঠিতে থাকা প্রভাবশালী সব ব্যক্তিদের এখনও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। মর্জি মাফিক তদন্ত চালাচ্ছে সিবিআই।
প্রসঙ্গত, আদালতে রাজীব কুমারের গ্রেফতারি মামলার শুনানি ছিল ১৫ জুলাই। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ করে সিবিআই। এবং এই অভিযোগে তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশও পাঠায়। সেই বিষয়ে গ্রেফতারি এড়াতেই হাইকোর্টে খারিজের আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী।
যদিও আগেই একাধিক বিষয়ে অভিযোগ জানিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলার সময় রাজীব কুমারের আইনজীবী হাইকোর্টের জানান, এফআইআর বা সারদার কোন চার্জশিটে রাজীব কুমারের নাম নেই।
প্রসঙ্গত, আদালতে রাজীব কুমারের গ্রেফতারি মামলার শুনানি ছিল ১৫ জুলাই। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ করে সিবিআই। এবং এই অভিযোগে তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশও পাঠায়। সেই বিষয়ে গ্রেফতারি এড়াতেই হাইকোর্টে খারিজের আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী।

No comments