পরপর দুই জেলাতে ধাক্কা বিজেপির। নিজেদের গড় পুনরুদ্ধার করলো তৃণমূল।
নজরবন্দি ব্যুরোঃ কাঁচরা পাড়ার ধাক্কা সামলাতে না সামলাতেই এবার আবার ধাক্কা খেতে চলেছে বিজেপি। সুত্রের খবর রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি করে বিজেপি ঘোষণা করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলে নিতে চলেছে তারা। কারণ গত ২৪ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা বিপ্লব মিত্র। সঙ্গে ছিলেন জেলা পরিষদের ১০ সদস্য।কিন্তু পরে জেলাতে ফিরে ১০ জনের মধ্যে ৭ জন কে দেখা গিয়েছিল।
তখনি জেলা রাজনীতিতে গুঞ্জন উঠেছিল বাকি ৩ জন গেলেন কোথায়? অবশেষে আজ সকালে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ তাঁদের ৮ জন ও ওই চলে যাওয়া ৩ জনকে একসঙ্গে সামনে আনেন। তিনি বলেন জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল, এখনও তৃণমূলের দখলেই রয়েছে।
কোন মন্তব্য নেই