Header Ads

আবার আগুন নন্দরাম মার্কেটে।

নজরবন্দি ব্যুরোঃ আবার আগুন লাগল নন্দরাম মার্কেটে। শনিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বহুতলটির ৯তলায় একটি কাপড়ের গুদামে। পুরো তলাটাই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন প্রথম দেখতে পান মার্কেটের ব্যবসায়ীরাই। তাঁরাই খবর দেন দমকলে। কাপড়ের মতো দাহ্য পদার্থে ঠাসা গুদামে মুহূর্তে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের আটটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যাও হচ্ছে। নন্দরাম মার্কেটের ওই এলাকা খালি করে দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।এর আগে ২০০৮ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘদিন বন্ধ ছিল নন্দরাম মার্কেট। মেরামতির পর ফের স্বাভাবিক হয় পরিস্থিতি। মালিক মানিক শেঠিয়া জানিয়েছেন প্রথমবার আগুন লাগার পরই ঢেলে সাজানো হয়েছিল মার্কেটকে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল না। আর যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.